Government Jobs

header ads

সাধারন জ্ঞান - - বাংলাদেশ || পর্ব ০৫

  সাধারন জ্ঞান - - বাংলাদেশ || পর্ব ০৫

বাংলাদেশের দ্বিতীয় অর্থকারী ফসল কোনটি – চা। পৃথিবীর কোন অঞ্চল থেকে বাংলাদেশে অতিথি পাখি আসে – সুদুর সাবেরিয়া। White Gold কি – বাংলাদেশের চিংড়ি সম্পদ। বাংলাদেশে অস্ত্র নির্মান কারখানা কোথায় – গাজীপুরে। বাংলাদেশে প্রচলিত কোন নোটটি ব্যাংক নোট নয়-এক টাকা ও দুই টাকার নোট। বাংলাদেশে আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি ও কি কি – ৩ টি যথাঃ ১. শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকা। ২. ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর, সিলেট। ৩. চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর, চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম ফ্লাইওভার কোনটি – ঢাকা মহাখালি। বাংলাদেশের প্রথম ছায়াছবি কোনটি – মুখ ও মুখোশ। বাংলাদেশের বৃহত্তম শহর কোনটি – ঢাকা। বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি – চলন বিল। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি – ভোলা। বাংলাদেশের বৃহত্তম বাঁধ কোনটি – কাপ্তাই বাঁধ। বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি – সুন্দরবন। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি – হাকালুকি (সিলেট)। বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত কোনটি – কক্সবাজার। বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি – চট্টগ্রাম। বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর কোনটি – নারায়নগঞ্জ। বাংলাদেশের বৃহত্তম পার্ক কোনটি – রমনা পার্ক। বাংলাদেশের বৃহত্তম উদ্যান কোনটি – সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশের বৃহত্তম সরক সেতু কোনটি – যমুনা সেতু। বাংলাদেশের বৃহত্তম কন্টেইনার জাহাজ কোনটি – বাংলার দূত। বাংলাদেশের বৃহত্তম ভবন কোনটি – শিল্প ব্যাংক ভবন (৩২ তলা)।

সাধারন জ্ঞান - - বাংলাদেশ || পর্ব ০৫

১০১) বাংলাদেশের প্রথম ফ্লাইওভার কোনটি – ঢাকা মহাখালি।

১০২) বাংলাদেশের প্রথম ছায়াছবি কোনটি – মুখ ও মুখোশ।

১০৩) বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি – সুন্দরবন।

১০৪) বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি – হাকালুকি (সিলেট)।

১০৫) বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত কোনটি – কক্সবাজার।

১০৬) বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি – চট্টগ্রাম।

১০৭) বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর কোনটি – নারায়নগঞ্জ।

১০৮) বাংলাদেশের বৃহত্তম পার্ক কোনটি – রমনা পার্ক।

১০৯) বাংলাদেশের বৃহত্তম উদ্যান কোনটি – সোহরাওয়ার্দী উদ্যান।

১১০) বাংলাদেশের বৃহত্তম সরক সেতু কোনটি – যমুনা সেতু।

১১২) বাংলাদেশের বৃহত্তম শহর কোনটি – ঢাকা।

১১৩) বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি – চলন বিল।

১১৪) বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি – ভোলা।

১১৫)বাংলাদেশের বৃহত্তম বাঁধ কোনটি – কাপ্তাই বাঁধ।

১১৬) বাংলাদেশের বৃহত্তম কন্টেইনার জাহাজ কোনটি – বাংলার দূত।

১১৭) বাংলাদেশের বৃহত্তম ভবন কোনটি – শিল্প ব্যাংক ভবন (৩২ তলা)।

১১৮) বাংলাদেশের উচ্চতম পাহাড় কোনটি – গারো পাহাড়।

১১৯) বাংলাদেশের উচ্চতম বৃক্ষ কোনটি – বৈলাম বৃক্ষ।

১২০) বাংলাদেশের একটি ব-দ্বীপ এর নাম লিখ – হাতিয়া।

১২১) বাংলাদেশের শীতল তম স্থান কোথায় – শ্রীমঙ্গল।

১২২) বাংলাদেশের শ্রেষ্ঠ ভাষাবিদ কে ছিলেন – ড. মুহম্মদ শহীদুলাহ্।

১২৩) বাংলাদেশের শ্রেষ্ঠ বিঙ্গানীর নাম কি – ড. কুদরাত-ই-খুদা।

১২৪) বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবির নাম কি – বেগম সুফিয়া কামাল।

১২৫) বীরশ্রেষ্ঠ পুরস্কার পান কত জন – ৭ জন।


চলবে.......................

পর্ব ০১
পর্ব ০২
পর্ব ০৩
পর্ব ০৪


Post a Comment

0 Comments