সাধারন জ্ঞান -- বাংলাদেশ || পর্ব ০৪
সাধারন জ্ঞান --- বাংলাদেশ || পর্ব ০৪৭৬) বাংলাদেশে বর্তমানে মোট কতটি স্থল বন্দর আছে – ১৮ টি।
৭৭) বাংলাদেশে প্রস্তাবিত তৃতীয় সমুদ্র বন্দরটি কোথায় স্থাপন করা হবে-নোয়াখালীতে।
৭৮) রাজশাহী ও পাবনা জেলার মধ্যবর্তী জলাশয়ের নাম কি – চলন বিল।
৭৯) বাংলাদেশ জাতিসংঘের কত তম সদস্য পদ লাভ করেন -১৩৬ তম মোট সদস্য ১৯২।
৮০) বাংলাদেশে একমাত্র পাহাড় বিশিষ্ঠ্য দ্বীপ কোথায়- মহেশখালী।
৮১) দেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি – পিপীলিকা।
৮২) বর্তমানে মহিলা সংসদ সদস্য কত জন – ৭০ জন।
৮৩) বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ – ভারত।
৮৪) বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান মুসলিম দেশ – ইরাক।
৮৫) বাংলাদেশের মুক্তি যোদ্ধা যাদুকর কোথায় – সেগুন বাগিচা।
৮৬) বাংলাদেশের জাতীয় সংগিত প্রথম প্রকাশিত হয় কোন প্রত্রিকায় – বঙ্গদর্শন প্রত্রিকায়।
৮৭) বাংলাদেশের রণ সংগিত রচনা করেন কে – বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
৮৮) প্রথম বাংলাদেশের পতাকা কেমন ছিল – সবুজের মধ্যে লাল তার মধ্যে সোনালী রংঙ্গের বাংলাদেশী মানচিত্র।
৮৯) বর্তমান বাঙালি জাতির পরিচয় কি – সংকর জাতি হিসাবে।
৯০) বাংলাদেশের জাতীয় পতাকার মাপ কেমন – দৈঘ্য ও প্রস্থের অনুপাত ১০:৬ মাঝে লাল বৃত্তটির ব্যাসার্ধ পতাকার দৈঘ্যের ৫ ভাগের এক ভাগ।
৯১) মহাস্থানগড় কোথায় অবস্থিত – বগুড়া জেলায় করতোয়া নদীর তীরে অবস্থিত।
0 Comments