সাধারন জ্ঞান - বাংলাদেশ || পর্ব ০১
সাধারন জ্ঞান - বাংলাদেশ ,পর্ব ০১
০১) বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রি কে – তাজউদ্দিন আহমদ
০২) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে – শেখ মুজিবুর রহমান
০৩) বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রির নাম কি – ক্যাপ্টেন মনসুর আলী
০৪) বাংলাদেশের প্রথম মহিলা প্রধান মন্ত্রি – বেগম খালেদা জিয়া
০৫) বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে – তাহমিনা হক ডলি
০৬) বাংলাদেশের প্রথম মহিলা বিচার পতির নাম কি – নাজমুন আরা সুলতানা
০৭)বাংলাদেশের প্রথম নারী স্পিকারের নাম কি – ড. শিরিন শারমিন চৌধুরী
০৮) বাংলাদেশে প্রথম মহিলা সচিবের নাম কি – জাকিয়া সুলতানা
০৯) বাংলাদেশের প্রথম মহিলা সিটি মেয়র কে -সেলিনা হায়াত আইভি (নারায়নগঞ্জ সিটি করপোরেশন)
১০) আয়তনের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কত তম দেশ – ৯৪ তম দেশ
১১) ঢাকাকে বিশ্বের কত তম মেগা সিটি ধরা হয় – ১১ তম
১২) বাংলাদেশের ১৯ তম রাষ্ট্রপতি কে ছিলেন – মোঃ জিল্লুর রহমান
১৩) বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি কে – এড. আব্দুল হামিদ
১৪) বাংলাদেশের ১৩ তম প্রধান মন্ত্রি কে ছিলেন – শেখ হাসিনা।
১৫) সরকারী মোট আয়ের ৮০% আসে কোথা থেকে – আয় কর রাজস্ব থেকে।
১৬) করমুক্ত বয়স কত – ৬৫ বছর।
১৭) কর ব্যবস্থাপনায় নিয়োজিত প্রতিষ্ঠানের নাম কি – জাতীয় রাজস্ব বোর্ড।
১৮) VAT (ভ্যাট) কি – VAT হলো মূল উৎপাদিত দ্রব্যের উপর কর।
১৯) NBR কোন মন্ত্রনালয়ের অধিনে কাজ করে -অর্থমন্ত্রনালয়ের।
২০) প্রধান বিচার পতি কে নিয়োগ করেন – রাষ্ট্রপতি
২১) বর্তমানে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে – স্পিকার
২২) কার কর্তৃত্বের উপর আদালতের কোন এখতিয়ার নেই – রাষ্ট্রপতি
২৩) বাংলাদেশে ১ম এভারেষ্ট জয় করেন কে – মূসা ইব্রাহিম
২৪) পৃথিবীর প্রথম নারী কে – বিবি হাওয়া।
২৫) দেশের সবচে বেশি আয় কর আসে কোথায় থেকে – মুল্য সংযোজন কর থেকে।
চলবে.........
0 Comments