সাধারন জ্ঞান - বাংলাদেশ || পর্ব ০২
সাধারন জ্ঞান - বাংলাদেশ || পর্ব ০২
২৬) জাতীয় স্মৃতি সৌধের স্থাপতি কে – মইনূল হোসেন।
২৭) জাতীয় স্মৃতি সৌধের উচ্চতা কত – ৪৬.৫ মিটার / ১৫০ ফুট।
২৮) জাতীয় স্মৃতি সৌধের কয়টি ফলক আছে – ৭ টি।
২৯) দেশের সবচেয়ে বেশি আয় কর আসে কোথায় থেকে – মুল্য সংযোজন কর থেকে।
৩০) বিশ্বের রেমিট্যান্স প্রবাহে বাংলাদেশের আবস্থান কত – ৭ম।
৩১) বাংলাদেশের সুন্দর বনের আয়তন কত – ৫৫৭৫ বর্গ কিলোমিটার।
৩২) কক্সবাজার সমুদ্র সৈকতের দৈঘ্য কত কিঃমি – ১৫৫ কিলোমিটার।
৩৩) কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈঘ্য কত – ১৮ কিঃমি।
৩৪) বাংলাদেশের জাতীয় প্রতীক কি – দুইপাশে ধানের শীস দ্বারা বেষ্টিত মাঝ খানে পানিতে ভাসমান শাপলা ফুলের শীর্ষ চুরায় পরস্পর সংযুক্ত দুইটি পাতা এবং এর উভয় পাশে দুইটি করে মোট চারটি তারকা বেষ্টিত প্রতিক।
৩৫) জাতীয় স্মৃতি সৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কে – শেখ মুজিবুর রহমান।
৩৬) কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতি কে – হামিদুর রহমান।
৩৭) বাংলাদেশের মানচিত্রের রুপকার কে – কামরুল হাসান।
৩৮) আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে গানটির রচিতা কে – আব্দুল গাফফার চৌধুরী।
৩৯) আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে গানটির গীতিকার কে – আলতাফ মাহমুদ।
৪০) বাংলাদেশের কালো রাত দিবস কবে – ২৫শে মার্চ ।
৪১) বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী কোনটি – মুজিবনগর (মেহেরপুর)।
৪২) বর্তমান ঢাকার পূর্ব নাম কি ছিল – জাহাঙ্গীর নগর।
৪৩) জাতীয় সংসদ ভবন নির্মান ব্যায় কত – ১২৯ কোটি টাকা।
৪৪) বাংলাদেশের সর্ব উত্তরের শহর কোনটি – তেঁতুলিয়া।
৪৫) বাংলাদেশের সর্ব দক্ষিনের শহর কোনটি – টেকনাফ।
৪৬) বাংলাদেশের সর্ব দক্ষিনের দ্বীপ কোনটি – সেন্টমার্টিন।
৪৭) বাংলাদেশে আয়তনে কোন বিভাগ বড় ও কোন বিভাগ ছোট – বড়ঃ রাজশাহী, ছোটঃ সিলেট।
৪৮) বাংলাদেশে লোক সংখ্যায় কোন বিভাগ বড় ও কোন বিভাগ ছোট – বড়ঃ ঢাকা বিভাগ, ছোটঃ সিলেট বিভাগ।
৪৯) বাংলাদেশের আবহাওয়া কেমন – সমভাবাপন্ন।
৫০) সুন্দর বনের প্রধান বৃক্ষ কোনাট – সুন্দরী।
চলবে.........
0 Comments