সাধারন জ্ঞান - বাংলাদেশ || পর্ব ০৩
সাধারন জ্ঞান - বাংলাদেশ || পর্ব ০৩
৫১) ঢাকা কোন নদীর তীরে অবস্থিত – বুড়িগঙ্গা।
৫২) নারায়নগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত – শীতলক্ষা ।
৫৩) পাবনা কোন নদীর তীরে অবস্থিত – ইছামতি।
৫৪) কুমিল্লা কোন নদীর তীরে অবস্থিত – গোমতি।
৫৫) কোন নদী যমুনা নদীর শাখা নদী – ধলেশ্বরী।
৫৬) বাংলাদেশের দীর্ঘ তম নদী কোনটি – সুরমা।
৫৭) বাংলাদেশের দীর্ঘ তম নদ কোনটি – ব্রক্ষ্মপুত্র।
৫৮) সুরমা নদীর দৈঘ্য কত কিঃমি – ৩৯৯ কিঃমি।
৫৯) বাংলাদেশে দ্বিতীয় দীর্ঘতম বৃহত্তম নদী – পাদ্মা
৬০) পাদ্মা উৎপত্তি হয়েছে কোথা থেকে – হিমালয় পর্বত থেকে।
৬১) পাদ্মা ভারতীয় অংশের নাম কি – গঙ্গা।
৬১) বাংলাদেশের কোন দুইটি নদীকে নদ বলা হয় –
১.ব্রক্ষ্মপুত্র,
২.কপোতাক্ষ,
৬২) মহানন্দা কোন নদীর উপনদী – পাদ্মা
৬৩) যমুনা নদী কোথায় পতিত হয়েছে – পাদ্মা
৬৪) কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে – মিজোরাম রাজ্যে।
৬৫) মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত – করতোয়া।
৬৬) বাংলাদেশের গভীরতম নদী কোনটি – মেঘনা।
৬৭) বাংলাদেশের সবচে ছোট জেলা কোনটি- মেহেরপুর।
৬৮) বাংলাদেশের সবচে বড় জেলা কোনটি- রাঙ্গামাটি।
৬৯) বাংলাদেশের সবচে ছোট বিভাগে কোনটি – সিলেট।
৭০) বাংলাদেশের সবচে বড় বিভাগ কোনটি – রাজশাহী।
৭১) বাংলাদেশ ও মায়ানমার বিভক্তি নদী কোনটি – নাফ নদী।
৭৪) লালবাগ কেল্লা ঢাকার কোন দিকে অবস্থিত ---- ঢাকার দক্ষিনে বুড়িগঙ্গা নদীর তীরে।
৭৫) পানামা খাল কোন কোন মহাসাগরে যুক্ত হয়েছে – আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর।
চলবে.........
0 Comments