সাত জন বীরশ্রেষ্ঠের সংক্ষিপ্ত পরিচিতি ঃ
০১) বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
নামঃ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
জন্মঃ ৭ মার্চ ১৯৪৯ সালে বরিশাল জেলায়
কর্মস্থলঃ সেনাবাহিনী
পদবীঃ ক্যাপ্টেন
সেক্টরঃ ৭ নং
মৃত্যুঃ ১৪ ডিসেম্বর, ১৯৭১ ।
সমাধিঃ চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে।
*****বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ
০২)বীরশ্রেষ্ঠ স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন
নামঃ স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন
জন্মঃ ১৯৩৫ সালে নোয়াখালী জেলায়
কর্মস্থলঃ নৌবাহিনী
পদবিঃ গানবোট 'পলাশ' এর ইঞ্জিনরুম আর্টিফিশার
সেক্টরঃ ০২ নং
মৃত্যুঃ ১০ ডিসেম্বর, ১৯৭১
সমাধিঃ খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামে রূপসা নদীর তীরে।
০৩) বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান
নামঃ সিপাহী হামিদুর রহমান
জন্মঃ ১৯৫৩ সালে ঝিনাইদহের খদ্দখালিশপুর গ্রামে। (সূত্র : মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়)
১৯৪৫ সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার ডুমুরিয়া গ্রামে (সূত্র : বাংলাপিডিয়া)
কর্মস্থলঃ সেনাবাহিনী
পদবিঃ সিপাহী
সেক্টরঃ ৪নং
মৃত্যুঃ ২৮ অক্টোবর, ১৯৭১ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্তে
সমাধিঃ ভারতের ত্রিপুরা রাজ্যের আমবসার হাতিমেরছড়া গ্রামে সমাধি ছিল। ১০ ডিসেম্বর, ২০০৭ তার দেহাবশেষ ত্রিপুরা হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং পরদিন ১১ ডিসেম্বর ঢাকার মিরপুর শহীদবুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় সমাহিত করা হয়।
০৪) বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
নামঃ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
জন্মঃ ২৬ ফেব্রুয়ারী ১৯৩৬ সালে নড়াইল জেলার মহিষখোলা গ্রামে
কর্মস্থলঃ ই.পি.আর ( ইস্ট পাকিস্তান রাইফেলস )
পদবিঃ ল্যান্স নায়েক
সেক্টরঃ ৮ নং
মৃত্যুঃ ৫ সেপ্টেম্বর, ১৯৭১
সমাধিঃ যশোরের শর্শা উপজেলার কাশিপুর গ্রামে।
০৫) বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
নামঃ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
জন্মঃ ২৯ অক্টোবর ১৯৪১ সাল ঢাকায় ; পৈত্রিক নিবাস রায়পুরা,নরসিংদী
কর্মস্থলঃ বিমানবাহিনী
পদবিঃ ফ্লাইট লেফটেন্যান্ট
সেক্টরঃ মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানে কর্মরত ছিলেন। পাকিস্তান বিমান বাহিনীর একটি টি-৩৩ প্রশিক্ষণ বিমান ( ছদ্ন নাম 'ব্লু-বার্ড - ১৬৬' ) ছিনতাই করে নিয়ে দেশে ফেরার পথে বিমান দুর্ঘটনায় নিহত হন।
মৃত্যুঃ ২০ আগষ্ট, ১৯৭১
সমাধিঃ পাকিস্তানের করাচির মৌরিপুর মাশরুর ঘাটিতে তাঁর সমাধিস্থল ছিল। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় ২৪ জুন এবং ২৫ জুন, ২০০৬ পূর্ণ মর্যাদায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় দাফন করা হয়।
চলচ্চিত্রঃ 'অস্তিত্বে আমার দেশ' তাঁর জীবনের উপর নির্মিত চলচ্চিত্র।
০৬) বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল
নামঃ সিপাহী মোস্তফা কামাল
জন্মঃ ১৬ ডিসেম্বর ১৯৪৭ সালে ভোলা জেলায়
কর্মস্থলঃ সেনাবাহিনী
পদবিঃ সিপাহী
সেক্টরঃ ২ নং
মৃত্যুঃ ১৮ এপ্রিল, ১৯৭১ ( বয়স ২৩ বছর )
সমাধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দূরুইন গ্রামে
০৭) বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ
নামঃ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ
জন্মঃ ১ মে ১৯৪৩ সালে ফরিদপুর জেলায়
কর্মস্থলঃ ই.পি.আর ( ইস্ট পাকিস্তান রাইফেলস )
পদবিঃ ল্যান্স নায়েক
সেক্টরঃ ১ নং
মৃত্যুঃ ৮ এপ্রিল, ১৯৭১
সমাধিঃ রাঙ্গামাটি জেলার নানিয়ার চরে
0 Comments