Government Jobs

header ads

বঙ্গবন্ধু সম্পর্কে চাকরির পরিক্ষায় আশা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন । পর্বঃ ০১

 Bangabandhu || বঙ্গবন্ধু সম্পর্কে  চাকরির পরিক্ষায় আশা গুরুত্বপূর্ণ কিছু  প্রশ্ন:

১.ছাত্রলীগের প্রতিষ্ঠাতা কে?  -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  ২.বঙ্গবন্ধুর প্রথম তাজমহল দর্শন করেন কত সালে?  -১৯৪৬ সালে।  ৩.মোহাম্মদ আলী জিন্নাহ ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করেন কবে?  -১৬ আগস্ট ।  ৪.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিএ পাস করেন কত সালে?  -১৯৪৭ সালে।  ৫.বঙ্গবন্ধু শেখ মুজিব কোন পত্রিকায় কাজ করতেন?  -ইত্তেহাদ  ৬.ঢাকায় এসে বঙ্গবন্ধু শেখ মুজিব কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?  -ঢাকা বিশ্ববিদ্যালয়।  ৭.সীমান্ত গান্ধী কাকে বলা হয়?  -আবদুল গাফফার খানকে।  ৮.পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ গঠিত হয় কোথায়?  -রোজ গার্ডেন।  ৯.শক্তিশালী বিরোধী দল না থাকলে গণতন্ত্র চলতে পারে না। কে বলেছেন?  -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  ১০.বঙ্গবন্ধু তৃতীয়বারের মতো জেলে যায় –  -১৯ এপ্রিল ১৯৪৯।  ১১.শেখ মুজিবুর রহমানকে ফরিদপুর জেল থেকে কোন জেলে রাখা হয়?  -খুলনা জেল ।  ১২.শেখ মুজিবুর রহমান কিসের আসামী হয়ে খুলনা জেলে যায়?  -ডাকাতি ও খুনের মামলা।  ১৩.আসমাপ্ত আত্মজীবনী’র ভাষ্যমতে দাওয়াল বলা হতো কাদের?  -দিন মজুরদের।  ১৪.নির্যাতনের ভয় পেলে বেশি নির্যাতন ভোগ করতে হয়। উক্তিটি –  -বঙ্গবন্ধুর।  ১৫.১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধুর নির্বাচনী এলাকা ছিল কোনটি?  -গোপালগঞ্জ।  ১৬.যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কত ভোটে জয়ী হয়েছিলেন?  -১০ হাজার।  ১৭.যুক্তফ্রন্টের মন্ত্রিসভা শপথ গ্রহণ করে –  -মে ১৯৫৪ সালে।  ১৮.জেলের মধ্যে জেল, তাকেই বলে সেল। এভাবে সেলের বর্ণনা দিয়েছেন কে?  -শেখ মুজিবুর রহমান।  ১৯.১৯৫০ সাল পর্যন্ত পূর্ব বাংলার একমাত্র কম্বল ফ্যাক্টরি কোথায় ছিল?  -ঢাকা জেলের ভিতর।  ২০.পাকিস্তানের গণপরিষদে পূর্ব বাংলার সদস্য সংখ্যা কত ছিল?  -৪৪ জন।  ২১.লিয়াকত আলী খান কত সালে আততায়ীর হাতে নিহত হন?  -১৯৫১ সালে।  ২২.কার নির্দেশে সর্বদলীয় সংগ্রাম পরিসদ গঠিত হয়?  -শেখ মুজিবুর রহমান।


পর্বঃ ০১

0১) ছাত্রলীগের প্রতিষ্ঠাতা কে?

==>  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

0২) বঙ্গবন্ধুর প্রথম তাজমহল দর্শন করেন কত সালে?

==> ১৯৪৬ সালে।

0৩) মোহাম্মদ আলী জিন্নাহ ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করেন কবে?

==> ১৬ আগস্ট ।

0৪) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিএ পাস করেন কত সালে?

==> ১৯৪৭ সালে।

0৫) বঙ্গবন্ধু শেখ মুজিব কোন পত্রিকায় কাজ করতেন?

==> ইত্তেহাদ

0৬) ঢাকায় এসে বঙ্গবন্ধু শেখ মুজিব কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

==> ঢাকা বিশ্ববিদ্যালয়।

0৭) সীমান্ত গান্ধী কাকে বলা হয়?

==> আবদুল গাফফার খানকে।

0৮) আসমাপ্ত আত্মজীবনী’র ভাষ্যমতে দাওয়াল বলা হতো কাদের?

==> দিন মজুরদের।

০৯) নির্যাতনের ভয় পেলে বেশি নির্যাতন ভোগ করতে হয়। উক্তিটি –

==> বঙ্গবন্ধুর।

১০) ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধুর নির্বাচনী এলাকা ছিল কোনটি?

==> গোপালগঞ্জ।

১১) যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কত ভোটে জয়ী হয়েছিলেন?

==> ১০ হাজার।

১২) যুক্তফ্রন্টের মন্ত্রিসভা শপথ গ্রহণ করে –

==>মে ১৯৫৪ সালে।

১৩) জেলের মধ্যে জেল, তাকেই বলে সেল। এভাবে সেলের বর্ণনা দিয়েছেন কে?

==> শেখ মুজিবুর রহমান।

১৪) ১৯৫০ সাল পর্যন্ত পূর্ব বাংলার একমাত্র কম্বল ফ্যাক্টরি কোথায় ছিল?

==> ঢাকা জেলের ভিতর।

১৫) পাকিস্তানের গণপরিষদে পূর্ব বাংলার সদস্য সংখ্যা কত ছিল?

==> ৪৪ জন।

১৬) পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ গঠিত হয় কোথায়?

==> রোজ গার্ডেন।

১৭) শক্তিশালী বিরোধী দল না থাকলে গণতন্ত্র চলতে পারে না। কে বলেছেন?

==> বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৮) বঙ্গবন্ধু তৃতীয়বারের মতো জেলে যায় –

==> ১৯ এপ্রিল ১৯৪৯।

১৯) শেখ মুজিবুর রহমানকে ফরিদপুর জেল থেকে কোন জেলে রাখা হয়?

==> খুলনা জেল ।

২০) শেখ মুজিবুর রহমান কিসের আসামী হয়ে খুলনা জেলে যায়?

==> ডাকাতি ও খুনের মামলা।

২১) অসমাপ্ত আত্মজীবনী গ্রন্তটি সম্পাদনায় কাজ করেন –

==> শামসুজ্জামান খান

২২) অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি অনুবাদক কে?

==> প্রফেসর ফখরুল আলম

২৩) অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় কত সালে?

==> ১৮ জুন ২০১২

২৪) লিয়াকত আলী খান কত সালে আততায়ীর হাতে নিহত হন?

==> ১৯৫১ সালে।

২৫) কার নির্দেশে সর্বদলীয় সংগ্রাম পরিসদ গঠিত হয়?

==> শেখ মুজিবুর রহমান।

২৬) অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক কে?

==> বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

২৭) কোন গ্রন্থ তিনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত?

==> অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, ও আমার দেখা নয়াচীন

২৮) অসমাপ্ত আত্মজীবনী কার আত্মকথা?

==> শেখ মুজিবুর রহমানের।

২৯) অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির ভূমিকা কে লেখেন?

==> শেখ হাসিনা।

৩০) অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের প্রকাশক কে?

==> মহিউদ্দীন আহমেদ


চলবে ...

Post a Comment

1 Comments