গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ:
- অন্ধকার …. আঁধার, তমসা, তিমির।
- আকাশ ….. অম্বর, গগন, নভঃ, ব্যোম।
- আগুন ….. অগ্নি, অনল, পাবক, বহ্নি, হুতাশন।
- ঈশ্বর ….. আল্লাহ, খোদা, জগদীশ্বর, ধাতা, বিধাতা, ভগবান, সৃষ্টিকর্তা, স্রষ্টা
- কান ….. কর্ণ, শ্রবণ
- ঝরনা … ফোয়ারা, নির্ঝর, জলধারা, ঝটিকা
- বাতাস ….. বায়ু, পবন, অনীল, হাওয়া, সমীরণ, সমীর
- চুল ….অলক, কুন্তল, কেশ, চিকুর
- চোখ ….অক্ষি, চক্ষু, নয়ন, নেত্র, লোচন
- জল …..অম্বু, জীবন, নীর, পানি, সলিল
- তীর …. কূল, তট, সৈকত
- দিন ….. দিবস, দিবা
- কুল …..বংশ, গোত্র, গোষ্ঠী, কৌলিন্য, বংশ মর্যাদা,গৃহ,সমাজ, জাতি,বর্ণ
- ইচ্ছা ….বাসনা, সাধ,আকাঙ্খা, অভিপ্রায়, অভিলাষ, লালসা,স্পৃহা, অভিরুচি
- ঈর্ষা ….হিংসা, পরশ্রীকাতরতা, দ্বেষ
- কলহ …. ঝগড়া, বিরোধ, বিবাদ, দ্বন্দ্ব
- পাথর ….পাষান, প্রস্তর , মিরা,অশ্ম,রত্ন,মনি
- সমুদ্র …. অর্ণন, জলধি,জলনিধি, পারাবার, বারিধি, রত্নাকর, সাগর, সিন্ধু
- বিলাশ …. আরাম, শৌখিনতা
- মহৎ ...….উন্নত, উদার
- চতুর …. বুদ্ধিমান, চালাক
- যুদ্ধ …সংগ্রাম, সমর, আহব, বিগ্রহ, রণ
- বন্ধু …সখা, মিত্র, সহ্নি, বান্ধব
- খাঁটি ….বিশুদ্ধ, ভেজালহীন, অকৃত্রিম, আসল,
- দেবতা ….অমর, দেব, সুর
- দেহ ….গাত্র, গা, তনু, শরীর
- বিদ্যুৎ ...…. বিজলি, তড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চাপলা,শম্পা
- রাত্রি ….. নিশি,নিশা,রাত,রজনী,যামিনী, শর্বরী,নিশীথিনী
- অশ্ব … ঘোড়া,ঘটক,বাজী,তুরগ,তুরঙ্গম, তুরঙ্গ
- নদী ….তটিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী
- নারী ….অবলা, কামিনী, মহিলা, স্ত্রীলোক, রমনী
- সাপ …. অহি, আশীবিষ, নাগ, ফণী, ভুজঙ্গ, সর্প
- ধন … অর্থ, বিত্ত, বিভব, সম্পদ
- পৃথিবী …. অবনী, ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, ভূ, মেদিনী
- পর্বত …. অচল, অদ্রি, গিরি, পাহাড়, ভূধর, শৈল
- কোকিল …পরভৃত, পিক
- চাঁদ … চন্দ্র, নিশাকর, বিধু, শশধর, শশাঙ্ক, সুধাংশু, হিমাংশু
- রাজা ….নৃপতি, নরপতি, ভূপতি
- সূর্য ….আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তন্ড, রবি, সবিতা
- স্বর্গ …দেবলোক, দ্যুলোক, বেহেশত
you can share it with your friends.....
Thank YOU
0 Comments