Government Jobs

header ads

বঙ্গবন্ধু সম্পর্কে চাকরির পরিক্ষায় আশা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন । পর্বঃ ০২

  Bangabandhu  ।। বঙ্গবন্ধু সম্পর্কে  চাকরির পরিক্ষায় আশা গুরুত্বপূর্ণ কিছু  প্রশ্ন ঃ

২১.দেশভাগের পর বঙ্গবন্ধু কোথায় ওঠেন? -১৫০ নং মোগলটুলিতে

 পর্বঃ ০২ 

৩১) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতে রাজনৈতিক প্রতিষ্ঠান হতে হলে নিচের কোনটি অত্যাবশ্যক?
==> ম্যানিফেস্টো/ ঘোষণাপত্র।
৩২ ) মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। কার লেখা?
==> শেখ মুজিবুর রহমান।
৩৩) বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী তে হংকং এর কী নাম দিয়েছিলেন?
==> ঠগিবাজ।
৩৪) বঙ্গবন্ধুর অনশন ধর্মঘট শুরু করেন কোন জেলখানায়?
==> ফরিদপুর।
৩৫) বঙ্গবন্ধু কত সালে প্রথম পাকিস্তানের রাজধানী করাচি সফর করেন?
==> ১৯৫২ সালে।
৩৬) বঙ্গবন্ধু প্রথম কত সালে চীন সফর করেন?
==> ১৯৫২ সালে।
৩৭) ১৯৫২ সালের কত তারিখে পিকিং শান্তি সম্মেলন শুরু হয়েছিল?
==> ২ অক্টোবর।
৩৮) আমি মন্ত্রীত্ব চাই না। পার্টির অনেক কাজ আছে, বহুপার্থি আছে দেখে শুনে তাদের করে দেন। - কে বলেছেন?
==> শেখ মুজিবুর রহমান।
৩৯) আমি বুড়া আর মুজিব গুড়া, তাই ওর আমি নানা ও আমার নাতি। কে বলেছিলেন?
==> শেরে বাংলা এ কে ফজলুল হক।
৪০) জাপানি ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’র অনুবাদক কে?
==> কাজুহিরো ওয়াতানাবে
৪১) অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় প্রকাশিত হয়?
==> ইতালি
৪২) কত সালে বঙ্গবন্ধু প্রথম কারাবরণ করেন?
==> ১৯৩৮ সালে
৪৩) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপরিষদের সদস্য নির্বাচিত হন কবে?
==> ১০ জুলাই ১৯৫৫ সালে।
৪৪) আওয়ামী লীগের ২১ দফা ঘোষিত হয় কবে?
==> ১৭ জুন ১৯৫৫ সালে।
৪৫) আওয়ামী লীগ থেকে মুসলিম শব্দটি প্রত্যাহার করা হয় কবে?
==> ২১ অক্টোবর ১৯৫৫ সালে।
৪৬) ১৪৪ ধারা ভঙ্গ করে ভূখা মিছিলের নেতৃত্ব প্রদান করেন কে?
==> শেখ মুজিবুর রহমান ।
৪৭) শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে?
==> ১৯৬৬ সালে।
৪৮) ছয় দফা দাবি দিবস কোন তারিখে পালিত হয়?
==> ৭ জুন।
৪৯) নিচের কোন জন ছয় দফা আন্দোলনে শহীদ?
==> মনু মিয়া।
৫০) আগরতলা মামলা দায়ের করা হয় কবে?
==> ৩ জানুয়ারি ১৯৬৮।
৫১) শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
==> ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে।
৫২) কোন ছাত্রনেতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করেন?
==> তোফায়েল আহমেদ।
৫৩) বঙ্গবন্ধুর গ্রাম টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত?
==> বাইগার
৫৪) শেখ মুজিবর কলকাতায় কোন কলেজে ভর্তি হয়?
==> ইসলামিয়া কলেজ
৫৫) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম সাল কোনটি?
==> ১৯২০ ।
৫৬) শেখ মুজিবুর রহমানের পিতার নাম কী?
==> শেখ লুৎফর রহমান
৫৭) কোন শ্রেনীতে পড়ার সময় শেখ মুজিবুর রহমান বেরিবেরি রোগে অক্রান্ত হন?
==> সপ্তম।
৫৮) শেখ মুজিবের প্রথম হাজতবাস কতদিন স্থায়ী ছিল?
==> ৭ দিন
৫৯) বঙ্গবন্ধুরা কতজন ভাই বোন ছিল?
==> ৬ জন
৬০) বঙ্গবন্ধু শেখ হাসিনাকে কি নামে ডাকতেন?
==> হাচু

চলবে ...

Post a Comment

0 Comments