বৃত্ত সংক্রান্ত শর্ট নোট পর্বঃ ০২
বৃত্ত সংক্রান্ত শর্ট নোট পর্বঃ ০২
১১) অর্ধ বৃত্তস্থ কোণ এক সমকোণ।
১২) বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান।
১৩) বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
১৪) যেকোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না।
১৫) দুইটি পরস্পরছেদী বৃত্তের কেন্দ্রদয়ের সংযোজক রেখাংশ তাদের সাধারণ জ্যাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
১৬) দুইটি নিদিষ্ট বিন্দু দিয়ে যায় এমন সব বৃত্তের কেন্দ্রগুলো একই সরলরেখায় অবস্থিত।
১৭) দুইটি সমান্তরাল জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কেন্দ্রগামী এবং জ্যা দয়ের উপর লম্ব।
১8) বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী ।
১৯) বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
১০) বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ ।
0 Comments