MCQ of Mechanical Engineering part-01:
job preparation for ME
MCQ:
01) সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ মানকে বলে......
ক. সেনসিং এলিমেন্ট
খ. থার্মিস্টর
গ. স্পান
ঘ. রেঞ্জ
02) কোনটি ইঞ্জিনের কুলিং সিস্টেমের অংশ নয়?
ক. রেডিয়েটর
খ. ওয়াটার জ্যাকেট
গ. থার্মোস্ট্যাট
ঘ. কার্বুরেটর
03) যে বিমের এক প্রান্ত আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত তা.....
ক.ঝুলন্ত বিম
খ.ক্যান্টিলিভার বিম
গ.আবদ্ধ বিম
ঘ.ধারাবাহিক বিম
04) বিপজ্জনক সেকশনে বেন্ডিং মোমেন্টের মান...
ক. সর্বনিম্ন
খ. সর্বোচ্চ
গ. পরিবর্তনশীল
ঘ. অপরিবর্তনশীল
05) ইগনিশন হলো জ্বালানি বা কোনো দাহ্য পদার্থে
ক. অক্সিজেন সংযোগ
খ. অগ্নিসংযোগ
গ. বাতাস সংযোগ
ঘ. হাইড্রোজেন সংযোগ
06) BHP ও IHP -এর অনুপাত কী প্রকাশ করে?
ক. তাপীয় দক্ষতা
খ. আয়তনিক দক্ষতা
গ. যান্ত্রিক দক্ষতা
ঘ. সার্বিক দক্ষতা
07) ডিফারেনশিয়াল ম্যানোমিটার দ্বারা পরিমাপ করা যায়.........
ক. উচ্চ চাপ
খ. এক বিন্দুর চাপ
গ. দুই বিন্দুর চাপ
ঘ. কোনটিই নয়
08) ইঞ্জিনের কোন অংশকে ইঞ্জিনের মেরুদন্ড বলা হয়?
ক. ফ্লাইহুইল
খ. ভালভ
গ. ক্র্যাংকশ্যাফট
ঘ. ক্যামশ্যাফট
09) তাপমাত্রা বাড়লে তরলে ভিসকোসিটি.......
ক. বাড়ে
খ. পরিলক্ষিত হয় না
গ.অপরিবর্তিত থাকে
ঘ. কমে
10) এক টন রেফ্রিজারেশন বলতে কি পরিমান তাপ শোষণ বোঝায়?
ক. 3.5 kj/min
খ. 750 kj/min
গ. 610 kj/min
ঘ. 210 kj/min
11) দীর্ঘ পাইপের প্রবাহের ক্ষেত্রে নিম্নের কোন বাধা সবচেয়ে বেশি?
ক.ঘর্ষণজনিত
খ.প্রবাহের কারণে
গ.চাপজনিত
ঘ.বেগজনিত
12) নিচের কোনটি Refrigerant নয়?
ক. CO2
খ. H2O
গ. NH3
ঘ. CCl3
13) ইস্পাতকে শক্ত করতে কোনটির প্রভাব সবচেয়ে বেশি?
ক. কার্বন
খ. সিলিকন
গ. সালফার
ঘ. ফসফরাস
14) পানির ঘনত্ব সবচেয়ে বেশি---
ক. 4° F তাপমাত্রায়
খ. 4° K তাপমাত্রায়
গ. 4° R তাপমাত্রায়
ঘ. 4° C তাপমাত্রায়
15) ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমে সর্বনিম্ন তাপমাত্রা হয়..
ক.কম্প্রেশনে
খ.এক্সপানশনে
গ.কনডেনশনে
ঘ.ইভাপোরেশনে
******for more flow us
0 Comments